আমি এবার এসএসসি পরিক্ষা দিলাম|আমার স্বপ্ন ছিল আমি মেডিকেল এ পড়াশোনা করব,কিন্তু সমস্যা হল রেজাল্ট তেমন ভালো হয় নি,আমার রেজাল্ট হচ্ছে 4.67** তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কর্মাস এ পড়ালেখা করব..আর কি ভাবে পড়াশোনা এবং কি কি দিক লক্ষ করলে আমি ঢাবি তে চান্স পাব?
শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

আপনি যেসব বিভাগে এক্সাম দিতে চান (গ/ঘ) সেই বিভাগের প্রতিটি বিষয়ের খুঁটিনাটি পড়ুন মূল বই থেকে। সহায়িকা হিসেবে প্রোফেসরস এর ইউনিট ভিত্তিক বই, জয়কলির বিগত সালের প্রশ্ন পড়ুন,কাজে লাগবে।গ’ ইউনিটের জন্য ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ।বেশি বেশি অনুশীলনের মাধ্যমে এ বিষয়টি ভালোভাবে রপ্ত করুন।ইংরেজি ব্যাকরণের পাশাপাশি মুখস্থ বিষয়গুলোর ওপরও জোর দিন। এ ছাড়া শেয়ারবাজার, আন্তর্জাতিক ব্যবসায়-সম্পর্কিত জ্ঞান থাকাটাও খুব জরুরী। বাংলা বিষয়টির জন্য পাঠ্যপুস্তক সবচেয়ে সহায়ক। প্রথম পত্রের জন্য বাংলা বোর্ড কর্তৃক প্রণোদিত বইটি এবং দ্বিতীয় পত্রের জন্য নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বইটি পড়ুন।বাকি বিষয় গুলির খুঁটিনাটি পড়ুন। আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। কাজেই সময় নষ্ট না করে চিন্তামুক্ত থেকে পড়াশুনা করুন। শুভ কামনা আগামীরর জন্য।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ