আ‌মি introvert।তাই সবার সা‌থে সুন্দর ক‌রে,গু‌ছি‌য়ে,‌হে‌সে কথা বল‌তে পা‌রি না।আমার introvert হওয়ার একটা কারণ আ‌ছে সেটা হল আমার দাতঁ একটু উচু তাই ছোট‌বেলা থে‌কে আমার নি‌জে‌কে কুৎ‌সিত ম‌নে হয়।আ‌মি প‌রিবা‌রের কো‌নো ব্যাপা‌রে কথা ব‌লি‌নি ছোট থে‌কেই।আমার বোন ব‌লে।এভা‌বে চল‌তে চল‌তে আ‌মি ব্য‌ক্তিত্বহীন হ‌য়ে গে‌ছি।এখন আমার প‌রিবা‌রে কো‌নো কথা বল‌লে আমার কথা থে‌কে আমার বো‌নের কথা দাম বে‌শি দেওয়া হয়।চুপ থাক‌তে থাক‌তে আ‌মি বাই‌রেও কথা ব‌লি না।ম‌নে হয় ভুল কিছু ব‌লে ফেলব।আমি অনার্স ৩য় ব‌র্ষে প‌ড়ি কিন্তু আমার কো‌নো তুই বলা বা best frnd নেই।১ বছর ধ‌রে একজ‌নের সা‌থে ভা‌লো বন্ধুত্ব হ‌য়ে‌ছে কিন্তু এখ‌নো তু‌মি ব‌লি।‌কো‌নো জায়গায় আমার মূল্য নাই।আমার নি‌জে‌কে সবসময় unsmart,বোকা ম‌নে হয়।আ‌মি কো‌নো সভার সাম‌নে একটা কথা বল‌তে পারব না।আ‌মি বাই‌রে বের হ‌লেই uncomfort হ‌য়ে যাই।আমার ম‌ধ্যে নার্ভ‌ানেস চ‌লে আ‌সে।‌আ‌মি কা‌রোর সা‌থে বা frnd দের সা‌থে ঢং ঢাং বা মজা তামাশা,টাট্রা এসব কর‌তে পা‌রি না যা frnd সা‌র্কেল বান‌তে খুবই important।এখন  আ‌মি নি‌জে‌কে ১৮০ ডি‌গ্রি প‌রিবর্তন ক‌রে extrovert ও smart মে‌য়ে হ‌তে চাই যে সবার সা‌থে হে‌সে সুন্দর ক‌রে কথা বল‌তে পার‌বে এবং বাই‌রে বিন্দাস চল‌বে।আ‌মি 2/3 মা‌সের ম‌ধ্যে extrovert হ‌তে চাই এর জন্য আমা‌কে কি কর‌তে হ‌বে??????Plzzzzz help



Share with your friends