Jamiar

Call

হ্যা হতে পারে। বিশেষ করে যাদের এলার্জি আছে তাদের ক্ষেত্রে প্রায়াই তা হয় যে ঐ স্থানে চুলকাইলে চুলকাইতে ইচ্ছা করে বা যদি সেখানে হাত না দেয় বা না চুলকায় তাহলে না চুলকালেও কোন সমস্যা হয় না বা চুলকায় না। তবে যদি আপনার এই সমস্যা হয়ে থাকে তাহলে আপনি পূরো শরীরে  নারকৈল তৈল ব্যবহারে  করবেন । এবং নারকৈল তৈল এর সাথে টেটরাসল সিরাপ মিশিয়ে নিবেন।  ব্যবহার বিধি :- 50 মিলি নারকৈল তৈলের সাথে তিন কুপা টেটরাসল (টেটরাসল সিরাপের ঢাকনা/ কুপা দিয়ে) দিয়ে মিশিয়ে নিবেন। গোসল করার পর এবং ঘুমানোর আগে পূরো শরীরে মালিস করবেন ৪/৫ দিনেই ভালো ফলাফল পাবেন।  টেটরাসল সিরাপের দাম ৬৮ টাকা। ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ