আল্লাহর হুকুম অমান্য করা, কুরআন ও হাদিস ছেড়ে দেওয়া।কুরআন ও হাদিস মত জীবন যাপন না করা। নামাজ, রোজা না করা, যাকাত আদায় না করা। বিধর্মীদের অনুসরন করা। দুনিয়াতে সুখে থাকার জন্য সুদ ও ঘুস খাওয়া। দুনিয়ার প্রতি মায়া মহাব্বত। অথচ দুনিয়াটা মুসাফির খানা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

"মুসলিম" শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আসলে আমরা সারা পৃথিবীজুড়ে যাদেরকে লাঞ্চিত হতে দেখছি তারা কিন্তু মুসলিম নয়। তারা মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করা মানুষ, যারা নিজেদের মুসলিম নামে পরিচয় দিয়ে থাকেন। কিন্তু বাস্তবে মুসলিম হতে গেলে একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেই হয়না, কিছু পদ্ধতির ভেতর দিয়ে যেতে হয়। যার প্রথম শর্ত হলো, আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ হওয়া। আর একজন মানুষ তখনই পরিপূর্ণ মুসলিম হতে পারবে যখন সে তার ইচ্ছাকে সম্পূর্ণভাবে আল্লাহর ইচ্ছা বা বিধান অর্থাৎ কোরআনের অধীনে সপে দিতে পারবে। প্রকৃত মুসলিমদেরকে আল্লাহ কখনোই লাঞ্চিত করেন না, বরং তারা সাময়িক পরিক্ষার মুখোমুখি হতে পারে।  তাই এটা পরিষ্কার যে, যারা নিজেদের মুসলিম বলে দাবি করছে সেই মানুষগুলো আদৌ মুসলিম নয় বলেই তারা সারা পৃথিবীজুড়েই মার খাচ্ছে।          

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ