Call

আল্লাহর সন্তুষ্টিই সবচেয়ে বড় কথা।তা অর্জনে যদি কাউকে কষ্ট দেয়া হয় তাহলে তা কষ্ট দেয়া হিসেবেই গণ‍্য নয়।যেমনঃ আপনার শিক্ষক আপনাকে পুঁজা করতে বলল অর্থাৎ এমন কাজ করতে বলল যা শরীয়ত সমর্থিত নয় তখন আপনি তা না করার কারণে আপনার শিক্ষক কষ্ট পেলেন।তখন শিক্ষক কষ্ট পেলেও ঐ কাজ থেকে বিরত থাকতে হবে। রাসূল (সা.)বলেন,لا طاعة لمخلوق في معصية الخالق.অর্থাৎ সৃষ্টিকর্তার অবাধ‍্যতা হয় এমন কাজে বান্দার অনুসরণ করতে নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আল্লাহর জন্য কাউকে কষ্ট দেওয়া সম্পূর্ণ বৈধ এবং সাওয়াবের কাজ।তাই এ ক্ষেত্রে গোনাহ হওয়ার কোনই সম্ভবনা নেই। বরং তাতে রয়েছে পুণ্য। এবং এটাই প্রতিটি মুমিনের কর্তব্য। তার আপনার কোনই টেনশন নেই। -সূরা ফাতহ, ২৯, সুনানে আবু দাউদ; হা. নং ৪৫৯৯


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ