শেয়ার করুন বন্ধুর সাথে
Call

একই থাকবে। 

এতে অক্ষের পরিবর্তন হবে না  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

শুধু ব্যাসার্ধের মাপ জানার মাধ্যমে কোন গ্রহের দিন কত ঘন্টা হবে তা বল যায় না।এক্ষেত্রে অনেক বিষয় নির্ভর করে । বর্তমানে আমরা যে দিনের দৈর্ঘ্য ২৪ঘন্টা ধরি তার পিছনেও বিরাট ইতিহাস আছে । মুলত দিনের দৈর্ঘ্য এবং সৌরদিনের মাঝে সুনির্দিষ্ট পার্থক্য আছে।কারণ সৌরদিন হচ্ছে প্রথিবীর কোন প্রান্তে ঠিক কত সময় পর পর সূর্য দেখা যাবে তার সময় । যেহেতু পৃথিবী ৬৬.৫ ডিগ্রি হেলে সূর্য কে প্রদক্ষিণ করে,সূর্যের চারপাশে পরিবৃত্তাকার পথে ঘুরছে ,সূর্যও তার গ্যালাক্সির চারপাশে ঘুরছে তাই ভিন্ন ভিন্ন দিনে দিনের দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হয়।তাই বিজ্ঞানীরা সংখ্যার মাধ্যমে দিনের দৈর্ঘ্যকে পরিমাপ করার জন্য এক বছরের সমস্ত দিনের দিনের গড় বের করলেন এবং সময়ের একক হিসেবে সেকেন্ডকে ব্যাবহার করলেন ।সেকেন্ডকে সংজ্ঞায়িত করা হয় এভাবে, একটি সিজিয়াম-১৩৩পরমাণুর ৯১৯২৬৩১৭৭০টি স্পন্দন করতে যে সময় লাগে তা হচ্ছে ১ সেকেন্ড।এভাবে হিসাব করে বিজ্ঞানীরা দেখেন পৃথিবীর এক দিনের দৈর্ঘ্য ২৩ঘন্টা ৫৬মিনিট ৪সেকেন্ড-এর কাছাকাছি ।তাই হিসাবের সুবিধার্তে আদর্শ মান ধরা হল ২৪ঘন্টা।ফলে বছর হল ৩৬৫দিনে ।কিন্তু সৌর বছরের প্রকৃত সময় ৩৬৫ দিন ৫ঘন্টা ৪৮মিনিট ৪৭সেকেন্ড(প্রায়) ।অর্থাৎ প্রায় ৬ঘন্টা বেশি । তাই মুল সময়ের সাথে সামঞ্জস্য রাখতে লিপ ইয়ার এর প্রচলন হল ।এতেও সমস্যার সমাধান হয় নি,দেখা গেল প্রতি ৪বছরে সময় প্রায় ১১মিনিট ১৩সেকেন্ড এগিয়ে যাচ্ছে।তাই প্রতি ১২৮ বছরে ১টি লিপ ইয়ার বাতিল করা হয়।যদিও এটাও ১০০%নির্ভুল নয়। তাই আমরা বলতে পারি সময়ের একক কিভাবে ধরা হবে কিভেবে হিসাব করা হবে তা গ্রহের ব্যাসার্ধ জানার মাধ্যমে বলা সম্ভব নয়।এটা শুধু মাত্র বিজ্ঞানীদের সময় পরিমাপের একটা আদর্শ মান ,যা পরিবর্তনশীল। তবে যদি সৌর দিনের কথা বলতেন তবে বলব, ব্যাসার্ধের পরিমাপের পরিবর্তনে তার ঘূর্ণনেও পরিবর্তন দেখা যাবে ,যা জানার জন্য  গ্রহের ভর,নক্ষত্রের ভর ইত্যাদিও জানা দরকার ।মুলত এতে গ্রহ তার প্রতি নক্ষত্রের মহাকর্ষ বল হ্রাস পাওয়ায় সৌরজগত থেকেই ছিটকে পড়বে।তবুও শুধু হিসাবের জন্য যদি আপনি এমন পরিস্থিতির সৃষ্টি করতে পারেন যে গ্রহটি তার কক্ষপথ থেকে বিচ্যুত হবে না এবং গ্রহটি একই গতিতে ঘুরতে থাকবে (নিরক্ষরেখার  সাপেক্ষে), তবে দিনের দৈর্ঘ্য একই থাকবে । আর পরিধি বরাবর গতি ঠিক রাখলে অর্ধেক সময়ে সৌরদিন সংঘটিত হবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ