Call

অজু ছাড়া মোবাইলে সূরা স্পর্শ করে পড়া যাবে কি যাবেনা উক্ত মাসআলাটির ব্যাপারে আলেম সমাজে দ্বিমত রয়েছেঃ কেউ বলেন, অজু ছাড়া মোবাইলে সূরা স্পর্শ করে পড়া যাবে এবং বিনা অজুতে ধরাও যাবে। এক্ষেত্রে কোনো সমস্যা বা গুনাহ হবে না। আবার কেউ বলেছেন যাবে না। তবে উত্তম মত হলো, যেহেতু কোরআন সর্বোচ্চ পবিত্র ও মর্যাদা সম্পন্ন। তাই এর পবিত্রতা ও মর্যাদা অক্ষুন্ন রাখার স্বার্থে স্পর্শ করে পড়ার জন্য পবিত্রতা আবশ্যক। জনাব! মোবাইলে কুরআন হলো মূল কুরআনের প্রতিচ্ছবি মাত্র। আর এই প্রতিচ্ছবি যেখানেই পরিদৃষ্ট হোক না, তা স্পর্শ করে পড়া মানেই কুরআন স্পর্শ করে পড়ার হুকুম। চাই কুরআনের লিখিত রূপটি পাথরে খোদাই করা থাকুক, বা মোবাইল কম্পিউটারের স্ক্রীনে থাকুক, বা কোন কাগজ বা পাতায় লিখিত আকারে থাকুক। সব কিছুর বিধানই এক। আর সেই কুরআন পবিত্র হওয়া ছাড়া স্পর্শ করা নিষেধ মর্মে পবিত্র কুরআন ও হাদীসে স্পষ্ট ভাষায় নির্দেশ এসেছে। তাই যেখানেই কুরআনের আয়াত ভেসে উঠবে উক্ত স্থানটি অজু ছাড়া স্পর্শ করা জায়েজ হবে না। তাই মোবাইলের স্ক্রীনে পরিদৃষ্ট কুরআনের আয়াতও অজু ছাড়া স্পর্শ করা জায়েজ হবে না। কোরআনের বানীঃ যারা পাক-পবিত্র, তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না। (সূরা ওয়াকিয়াঃ ৭৯) হযরত আব্দুল্লাহ বিন ওমর (রাঃ) থেকে বর্ণিত। রাসূল (সাঃ) ইরশাদ করেছেনঃ পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কুরআন স্পর্শ করবে না। (মাযমাউজ যাওয়ায়েদঃ ১৫১২) আপনার প্রশ্নের সর্বশেষ কথা হলো অজু ছাড়া মোবাইলে সূরা স্পর্শ করে পড়া অধিকাংশ আলেমের মতে যদিও বৈধ৷ তবে উত্তম মত হলো অজু সহ স্পর্শ করে পড়া। আর তিলাওয়াত বা শোনার জন্য অজু থাকা আবশ্যক নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ