image


শেয়ার করুন বন্ধুর সাথে
NirobAhmad

Call

ব্যাকআপ ও রিস্টোর অপশন অন করে রাখলে আপনি যে গেমস বা এপস ইউজ করেন তার বিশেষ ডাটা গুগোল সেভ করে রাখে। যেমন আপনি একটি গেমের ১২ নাম্বার লেবেল পর্যন্ত খেলেছেন।আর গুগোল তার ডাটা তাদের সার্ভারে সেভ করে রাখবে। এমতাবস্থায় আপনি যদি আপনার ফোনটি রিসেট দেন এবং অই গেমসটি পুনরায় ইন্সটল করে ওপেন করেন তাহলে নরমাল অবস্থায় আপনি গেমটির প্রথম লেভেল থেকে খেলতে পারবেন।আর যদি আপনার গুগোল একাউন্টে লগিন করেন তাহলে গেমসটি তার ডাটা গুগোল থেকে সিংক্রোনাইজ করে আপনাকে ১২ নাম্বার লেভেলে নিয়ে যাবে। আবার ধরুন,আপনার ফোনে বেশকিছু ওয়াইফাই পাসওয়ার্ড সেভ করা আছে।বাট ফোন রিসেট দিলে ফোনে সেভ ওয়াইফাই পাসওয়ার্ড গুলো মুছে যাবে।এমতাবস্থায় ও আপনি ব্যাকআপ এবং রিস্টোর এর মাধ্যমে পূর্বে সেভ থাকা পাসওয়ার্ড গুলো ফিরে পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ