উত্তরটা জানা খুব জরুরী।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই গণিতের প্রয়োজন হয়। কোনো কিছু গণনা করবেন, কোনো কিছু জানবেন, হিসাব রাখবেন, বিন্যস্ত করবেন সবক্ষেত্রেই প্রয়োজন হবে গণিতের। দৈনন্দিন জীবন থেকে শুরু করে পেশাজীবন সবক্ষেত্রেই প্রয়োজন গণিতের। পাটিগণিত তো সবক্ষেত্রেই প্রয়োজন। আর বীজগণিতেরও প্রয়োজন হয় কিছুর হিসাবে। পেশাজীবনের কিছুক্ষেত্রেও বীজগণিতের প্রয়োজন হয়। গণনা বা অন্যকিছু জায়গায় বীজগণিতের প্রয়োজন হয়। যেমন ধরুন আমাদের যত যন্ত্র বেশিরভাগই বীজগণিতের মাধ্যমে কাজ করে।  আবার অনেকের মনে প্রশ্ন আসে যে জ্যামিতি কেন শিখতে হয়। সহজ কথায় বিমান চালানোর জন্য জ্যামিতির প্রয়োজন। বিমানের প্রতিটি মাপজোখে প্রয়োজন হয় জ্যামিতির।  সবমিলিয়ে গণিত দিয়ে আমরা বহু কাজ করি। ব্যাপারগুলি গভীরভাবে চিন্তা করলে বের করা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ