image Upload failed: [object Object]

ছবিতে উল্লেখিত হাদিসটি সহীহ কিনা? 


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

হ্যাঁ, আপনার উল্লেখিত হাদীসটি সহীহ। এ সম্পর্কে ইমাম বুখারী লিখেছেনঃ আবূ উবাইদ (রহঃ), যিনি লুগাত শাস্ত্রে ইমাম এবং আরবদের পরিভাষায় পারদর্শী, তিনি বলেছেনঃ যখন উটনী অসম্পূর্ণ মৃত বাচ্চা ফেলে দেয় যা মানুষের কোনো উপকারে আসে না, তখন আরাবগণ "খিদাজ" শব্দ ব্যবহার করে থাকেন। (কিতাবুল ক্বিরাআত)। আল্লামা ইবনু মুরতাজা যুবাইদী হানাফীও "ক্বামুসের শারাহত" অনুরূপ লিখেছেন। আল্লামা ইবনু মানজুর "লিসানুল আরব" গ্রন্থে লিখেছেনঃ প্রত্যেক খুর বিশিষ্ট প্রাণী যখন তার গর্ভশয় পূরণ হওয়ার পূর্বেই প্রসব করে দেয় তখন তাকে "খিদাজ" বলে। আল্লামা জাহরুল্লাহ যামাখশারী বলেন, যদি কোনো অঙ্গ যেমন, হাত ইত্যাদি কাটা পড়ে তাকে ও খিদাজ বলা হয়। অনুরূপভাবে যে সালাতে কোনো অঙ্গ বা অংশ অসম্পূর্ণ আছে তাকে "খিদাজ" বলা হয়। এছাড়াও, আল্লামা যুরকানী বলেনঃ আবূ হুরাইরাহ-এর খিদাজ শব্দ বিশিষ্ট এই হাদীসটি সালাতে সূরাহ ফাতিহা ওয়াজিব হওয়ার জন্য মজবুত দলীল। (মুয়াত্তার শারাহ ১/১৫৯)। তাই, আলোচনার ভিত্তিতে বলা যায়, উক্ত হাদীসটি অকাট্যভাবে সহীহ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ