AbdulMugib

Call

হাতি পৃথিবীর অন্যতম বৃহত্তম প্রাণী হলেও এর মধ্যে কিছু দুর্বলতা আছে । এ থেকে আমরা বুঝতে পারি যত বড় প্রাণী হোক না কেন সবারই দূর্বলতা আছে। যেমন - হাতির চোখ ছোট। হাতি খাবার ছাড়া বাঁচতে পারে তবে পানি ছাড়া ১ দিনো বাঁচবে না। মৌমাছি ও পীপড়া যত ছোট হোক না কে তারা দল বেঁধে কাজ করে যার ফলে কাজ সোজা হয়। এক সাথে সবাই কাজ করলে কোন কাজই কঠিন নয়। মাকড়শা কে লক্ষ করলে দেখবেন সে যতক্ষণ না তার সুতা অন্য কোন দেওয়ালে আটকাতে না পারছে ততক্ষণ চেষ্টা করে। একবার না পারিলে দেখ শত বার। গাভী নিজের দুধ মনিবকে উপহার দেয় যার ফলে সে অনেক আদর যত্ন পায়। নিজের মেধাকে অন্যকে দিয়ে কাজে লাগলে অবশ্যই সুফল পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

মৌমাছি আমাদের জন্য মধু জমিয়ে রাখে।আমরাও অন্য মানুষদের জন্য ভালো/সুন্দর জিনিস রাখব,খারাপ দেখতে অসুন্দর কিছু নিজে নিব। গাভী থেকে নিজের জিনিস বিলিয়ে দিতে শিখব।পিপড়া থেকে ভবিষ্যতের কথা চিন্তা করা শিখব।মাকরসা থেকে নিজের পরিশ্রমে কাজ করে খাদ্য উপার্যন শিখব।হাতি থেকে একতাবদ্ধভাবে চলাফেরা শিখব

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ