Share with your friends
SaponMolla

Call

পেনড্রাইভ একটি পোর্টেবল ইউএসবি মেমরি ডিভাইস। এটি দিয়ে খুব দ্রুত ফাইল, অডিও, ভিডিও, সফটওয়্যার এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার ট্রান্সফার করা যায়।

Talk Doctor Online in Bissoy App
Call

"পেনড্রাইভ" বলতে বোঝায়, ইউএসবি ফ্লাশ ড্রাইভকে। এটি ফ্লাশ ডাটা স্টোরেজ ডিভাইস এবং ইউএসবি ইন্টারফেস এর সমন্বয়ে গঠিত। ইউএসবি ফ্লাশ বা পেনড্রাইভ সাধারণত সিস্টেম থেকে বিচ্ছিন্নকরণযোগ্যে ব্যবহার করা হয়।

Talk Doctor Online in Bissoy App

পেন অর্থ কলম আর ড্রাইভ অর্থ বহন করা।অতএব পেনড্রইভের সংজ্ঞা হবে:যে কলমের মতো ছোট জিনিস সহজে এক স্থান থেকে অন্য স্থানে বহন করা যায় এবং তাতে বিভিন্ন ধরণের তথ্য(গান,ভিডিও,ছবি ইত্যাদি)সংরক্ষণ করা যায় তাকে পেনড্রাইভ বলে।

Talk Doctor Online in Bissoy App

সহজ কথায়,পেনড্রাইভ বলতে বোঝায় তথ্য ও বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সংরক্ষণের জন্য একটি ডিভাইস,যার মাধ্যমে সেই তথ্যগুলো এক হার্ডডিস্ক থেকে অন্য হার্ডডিস্কে পাঠানো যায়।এটি কোনো ফাইল সংরক্ষণের নিরাপদ ডিভাইস।এটি সহজে বহনযোগ্য ও ৩০-৬০ গ্রামের বেশি ওজনের না।

Talk Doctor Online in Bissoy App

এটা একধরনের মেমোরি,, এর বিভিন্ন সাইজ রয়েছে,, ১৬ জিবি ৩২ জিবি ইত্যাদি,,   কিন্তু এটা সরাসরি সেট না করে usb এর সাহায্যে যুক্ত করা হয়,,, 

Talk Doctor Online in Bissoy App