শেয়ার করুন বন্ধুর সাথে
SaponMolla

Call

১৯৮৩ সালের ‘মোটরযান আইন’ অনুযায়ী কোন অপরাধে কি শাস্তির বিধান আছে এবং কোন ধারায় তা সংক্ষেপে তুলে ধরা হল- ১) নিষিদ্ধ হর্ণ/হাইড্রোলিক হর্ণ ব্যবহার: জরিমানা ১০০ টাকা (ধারা: ১৩৯) ২) আদেশ অমান্য বাধা সৃষ্টি ও তথ্য প্রদানে অস্বীকৃতি: জরিমানা ৪০০ টাকা {ধারা: ১৪০(১)} ৩) ওয়ানওয়ে সড়কে বিপরীত দিকে গাড়ি চালানো: জরিমানা ২০০ টাকা {ধারা: ১৪০(২)} ৪) অতিরিক্ত গতি বা নির্ধারিত গতির চেয়ে দ্রুত গতিতে গাড়ি চালানো: জরিমানা ৩০০ টাকা, অপরাধের পুনরাবৃত্তি করলে: জরিমানা ৫০০ টাকা (ধারা: ১৪২) ৫) দূর্ঘটনা সংক্রান্ত যে সকল অপরাধ থানায় ব্যবস্থা নেওয়া হয় নাই: জরিমানা ৫০০ টাকা, অপরাধের পুনরাবৃত্তি করলে: জরিমানা ১০০০ টাকা (ধারা: ১৪৬) ৬) নিরাপত্তা বিহীন অবস্থায় গাড়ি চালানো: জরিমানা ২৫০ থেকে ১০০০ টাকা (ধারা: ১৪৯) ৭) কালো বা অতিরিক্ত ধোঁয়া বের হওয়া মোটরযান ব্যবহার: জরিমানা ২০০ টাকা (ধারা: ১৫০) ৮) মোটরযান আইনের সাথে সঙ্গতিবিহীন অবস্থায় গাড়ি বিক্রয় বা ব্যবহার, গাড়ির পরিবর্তন সাধন: জরিমানা ২০০০ টাকা (ধারা: ১৫১) ৯) রেজিষ্ট্রেশন সার্টিফিকেট বা ফিটনেস সার্টিফিকেট অথবা রুট পারমিট ব্যতীত মোটরযান ব্যবহার: জরিমানা ১৫০০ টাকা, অপরাধের পুনরাবৃত্তি করলে: জরিমানা ২৫০০ (ধারা: ১৫২) ১০) অনুমোদন বিহীন এজেন্ট বা ক্যানভাসার নিয়োগ: জরিমানা ৫০০ টাকা, অপরাধের পুনরাবৃত্তি করলে: জরিমানা ১০০০ টাকা (ধারা: ১৫৩) ১১) অতিরিক্ত মাল বা অনুমোদিত ওজন অতিক্রম পূর্বক গাড়ি চালনা: জরিমানা ১০০০ টাকা, অপরাধের পুনরাবৃত্তি করলে: জরিমানা ২০০০ টাকা (ধারা: ১৫৪) ১২) বীমা ব্যতীত গাড়ি চালানো: জরিমানা ৭৫০ টাকা (ধারা: ১৫৫) ১৩) অনুমতি ব্যতীত গাড়ি চালানো: জরিমানা ৭৫০ টাকা (ধারা: ১৫৬) ১৪) প্রকাশ্য সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি: জরিমানা ৫০০ টাকা (ধারা: ১৫৭) ১৫) গাড়ীর ব্রেক কিংবা কোন যন্ত্র অথবা গাড়ির বডি কিংবা স্পিড গর্ভণর সীল বা ট্যাক্সি মিটারের উপর অন্যায় হস্তক্ষেপ করা: জরিমানা ৫০০ টাকা (ধারা: ১৫৮) ১৬) যে সকল অপরাধের জন্য মোটরযান আইনে সুনির্দিষ্ট কোন শাস্তির ব্যবস্থা নেই: জরিমানা ২০০ টাকা, অপরাধের পুনরাবৃত্তি করলে: জরিমানা ৪০০ টাকা (ধারা: ১৩৭)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ