শেয়ার করুন বন্ধুর সাথে
Call

যান্ত্রিক বা প্রাকৃতিক বিচূর্ণীভবনঃ বিভিন্ন প্রকার বাহ্যিক প্রাকৃতিক শক্তিসমূহ দ্বারা শিলাস্তর ভেঙে চুর্ণবিচুর্ণ হওয়াকে যান্ত্রিক বিচূর্ণীভবন বা আবহবিকার বলে। যান্ত্রিক বিচূর্ণীভবন মরুভুমি এবং উচ্চ পার্বত্য অঞ্চলে অধিক হয়ে থাকে। ভূপৃষ্ঠের প্রাকৃতিক শক্তিসমূহ দ্বারা এ প্রক্রিয়া ঘটে বলে একে প্রাকৃতিক বিচূর্ণীভবনও বলে। ভূপৃষ্ঠে যান্ত্রিক বিচূর্ণীভবন সাধারণত নিম্নলিখিত প্রক্রিয়ায় তার কার্য সম্পন্ন করেঃ১.সূর্যতাপ দ্বারা সংঘটিত যান্ত্রিক বিচূর্ণীভবন;২.তুষার দ্বারা সংঘটিত যান্ত্রিক বিচূর্ণীভবন;৩.পানি দ্বারা সংঘটিত যান্ত্রিক বিচূর্ণীভবন;৪.চাপ হ্রাসের দ্বারা যান্ত্রিক বিচূর্ণীভবন ও;৫.মধ্যাকর্ষণ শক্তির প্রভাব।উপসংহারঃ..... যান্ত্রিক বিচূর্ণীভবন বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্রিয়াশীল.। এটি ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনে সংঘটিত হয়। শীত ও গ্রীষ্মের উত্তাপের পার্থক্যজনিত কারণে যান্ত্রিক বিচূর্ণীভবন ভূপৃষ্ঠের শিলারাশিকে বিভিন্নভাবে চূর্ণবিচূণ করে। ফলে ভূমিরূপের ব্যাপক পরিবর্তন ঘটে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ