শেয়ার করুন বন্ধুর সাথে

ছাত্রঃ স্যার, আসবো? শিক্ষকঃ না ছাত্রঃ স্যার আসবো? শিক্ষকঃ না (ছাত্র ভিতরে ঢুকে পড়লো!) শিক্ষকঃ কি ব্যাপার তুমি আসলে কেন, ছাত্রঃ স্যার, আপনিই তো শিখিয়েছেন মাইনাস. মাইনাস সমান প্লাস (-.-=+)। তাই না. না সমান হ্যা। এরকম জোকস আপনি ফেইসবুকে অনেক পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Emranhasmi

Call

শিক্ষক ছাত্র 

 ১। শিক্ষকঃ বাবু বলো ত বাংলাদেশের রাজধানী কোথায় ??? ছাত্রঃ জানি না , স্যার ।  
শিক্ষকঃ তাহলে বেঞ্চের উপর দাড়াও।
 ছাত্রঃ স্যার, বেঞ্চের উপর দাঁড়ালে কি বাংলাদেশের রাজধানী দেখা যাবে ??? 
 ২। শিক্ষকঃ বলো ত কিসের মাঝে "ভিটামিন এ " সবচেয়ে বেশি পাওয়া যায় ?? 
 ছাত্রঃ ঘাসের মাঝে । 
 শিক্ষকঃ কি !! ঘাসের মাঝে ??? 
 ছাত্রঃ অবশ্যই স্যার । গরু কে কখনও চশমা পরতে দেখেছেন ??? ৩। শিক্ষকঃ ঝন্টু , বল তো - ছেলেটি হাতির পিঠ থেকে পড়ে গেলো । এটি কোন পদ ??? 
 ঝন্টুঃ আপদ । 
 শিক্ষকঃ আর হাতি ?? 
 ঝন্টুঃ বিপদ। 
 ৪। শিক্ষকঃ what is your mother's name ? 
 ছাত্রঃ আমার মায়ের নাম আশাপূর্ণা । 
 শিক্ষকঃ আমি তোমাকে ইংলিশে প্রশ্ন করেছি , উত্তর ও ইংলিশে দেবে । 
 ছাত্রঃ my mother's name is hopefull 
 ৫। ছাত্রদের মানসিকতা বোঝার জন্য এক নতুন শিক্ষক ক্লাসে ঢুকেই বলল - যারা নিজেকে নির্বোধ মনে করে তারা উঠে দাড়াও । অনেকক্ষণ পর দেখা গেলো যে শুধু একজন ছাত্র উঠে দাঁড়ালো । শিক্ষকঃ তাহলে তুমি নিজেকে নির্বোধ মনে কর ???
 ছাত্রঃ না স্যার । আসলে আপনি একা দাঁড়িয়ে আছেন , বিষয়টা ভাল দেখায় না । তাই আমিও... 
 ৬। শিক্ষকঃ গ্রামার কাকে বলে ? 
 ছাত্রঃ যে লক গ্রামে থাকে , তাকে গ্রামার বলে। লোকটা যদি বাঙালি হয় তবে তাকে বাংলা গ্রামার , আর যদি ইংরেজ হয় তবে তাকে ইংরেজি গ্রামার বলে । 
 ৭। শিক্ষকঃ বল তো কোন পাখির ডানা আছে কিন্তু উড়তে পারেনা ???
 ছাত্রঃ মরা পাখি, স্যার।
 ৮। শিক্ষকঃ নিউটন এর বৈজ্ঞানিক তত্ত থেকে আমরা কি শিখলাম ???
 ছাত্রঃ ক্লাসে বসে না থেকে গাছতলায় বসে থাকা দরকার । 
 ৯ শিক্ষকঃ আমি তোকে ভালবাসি বলেই মাঝে মাঝে মারি ।
 ছাত্রঃ স্যার , আমিও আপনাকে খুব ভালবাসি কিন্তু ছাত্র বলে ভালবাসা প্রকাশ করতে পারি না ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

শিক্ষক.বলতো স্কুলে বিদুত্‍ অপচয় রোধ করার কয়েকটি উপায় । ছাত্র.স্যার স্কুল বন্ধ করে দিন , তাহলে কোন বিদুত্‍ অপচয় হবে না ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ছাত্র : স্যার একটা কথা বলি। শিক্ষক : বলো। ছাত্র : স্যার আছতে বলি। শিক্ষক : না জরে বলো। ছাত্র : স্যার আপনার প্যান্ট এর চ্যান খোলা। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

শিক্ষক ও ছাত্রের কথোপকথন:

শিক্ষক: তুমি স্কুলে কেন আসো? ছাত্র: স্যার, শিখার জন্য আসি। শিক্ষক: তাহলে শিখছো না কেন? ছাত্র: স্যার,আজকে তো আমার শিখা স্কুলে আসে নি। শিক্ষক: কে শিখা? ছাত্র: আপনার মেয়ে,স্যার।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
শিক্ষক : পানিতে বাস করে এমন ৫টি প্রাণীর নাম বলো।
ছাত্র : কুমির ...
শিক্ষক : আর ৪ টা?
ছাত্র : কুমিরের মা, বাবা, বোন আর কুমিরের বউ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Ronu

Call

(1) শিক্ষক আমরা কেন আগে বিদুৎ চমকাতে দেখি এবং পরে গর্জন শুনি। ছাত্র আমাদের চোখের অবস্থান উপরে এবং কানের অবস্থান নিচে। (2) শিক্ষক শিক্ষক ছাত্রদের বলছেন কেউ পানিতে ডুবে যেতে দেখলে চুল ধরে টেনে তুলবে। ছাত্র এক ছাত্র বলল স্যার এটি কি আপনার ক্ষেত্রে প্রযোজ্য। শিক্ষক কেন নয় ছাত্র স্যার আপনার তো চুল নেই। তথ্যসূত্র Wowbox

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

স্কুল পরিদর্শনে এসে ক্লাস নাইনের রুমে ঢুকলেন পরিদর্শক। তখন ইতিহাস ক্লাস চলছিলো। ফার্স্ট বয়কে ডেকে জিজ্ঞাসা করলেন, ‘বলোতো, সোমনাথের মন্দির কে ভেঙেছিলো?’
ফার্স্ট বয়: (ভয় পেয়ে) আমি ভাঙিনি স্যার, বিশ্বাস করেন, স্যার, আমি কোনোরকম ভাঙচুর করিনি! আমাকে মাফ করে দেন স্যার।
পরিদর্শক তখন ক্লাস টিচারের দিকে তাকিয়ে বলছেন, ‘কি বলে আপনার ছাত্র এসব উল্টা পাল্টা?’
শিক্ষক: উল্টা পাল্টা নয় স্যার। আমি ওকে সেই ছোটবেলা থেকেই চিনি। খুব ভালো ছেলে স্যার। মন্দির-মসজিদ ভাঙার মতো কোনো কাজ ও করতেই পারেনা।
পরিদর্শক রেগে গিয়ে হেডমাস্টারের কাছে জানতে চাইলেন, ‘এর একটা বিহিত করুন। আপনার সামনেই আপনার ছাত্র আর শিক্ষক মিলে এগুলো কি কথা বলছে?’
প্রধান শিক্ষক: আপনার হয়তো একটু ভুল হচ্ছে স্যার। আমি ইতিহাস শিক্ষককে ব্যক্তিগতভাবে চিনি। সৎ ও সত্যবাদী মানুষ। আমার ছাত্র যদি মন্দির ভাঙতো, তাহলে তিনি সেটা নিশ্চয়ই বলতেন। তাছাড়া আমার ছাত্ররাও খুব ভালো স্যার, ওরা জানালার কাঁচ পর্যন্ত ভাঙেনা, আর আপনি বলছেন মন্দির ভাঙা। আপনি সত্যি সত্যি ভুল করছেন স্যার।
পরিদর্শক: !!??!


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ