আমার বয়স ১৭ ,ওজন ৪৫ কেজি ,উচ্চতা ৫ ফুট ৪"।আমি প্রায় ২ বছর যাবৎ হস্তমৈথন করি ।এখন শরীরে আগের মতো কৌতুহল নেই , শক্তি পাই না , মুখ ভেঙ্গে গেছে এবং শরীর ঠান্ডা থাকে। আমি আবার সুস্থ্যভাবে বাচঁতে পারবো কি
শেয়ার করুন বন্ধুর সাথে

হস্তমৈথুন থেকে বাঁচার উপায়  

নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রে হস্তমৈথুন
করলে কি সমস্যা হয়-? 
↓ 
•১) পুরো শরীর দুর্বল হয়ে যায়
এবং শরীর রোগ- বালাইয়ের 
যাদুঘর হয়ে যায়। 
•২)চোখের ক্ষতি হয়।
•৩) স্মরণ শক্তি কমে যায়।
•৪) মাথা ব্যথা হয়।
•৫) আর উভয়েরই সামান্য উত্তেজনায়
যৌনাঙ্গ থেকে তরল পদার্থ বের হয় । 
ফলে অনেক মুসলিম ভাই- বোনেরা 
সালাত পড়তে পারেন না । -ইত্যাদি
আরো অনেক অজানা সমস্যা 
হয় হস্তমৈথুনের কারণে । 
——————————————————
→ বাঁচার উপায়ঃ- 
(ছেলে,মেয়ে উভয়ের জন্য)
•১)নামাযের পর সুরা তওবার শেষ দুই
আয়াত পড়ে গায়ে ফুঁক দিবে প্রতিদিন।
এটা পরীক্ষীত...
•২)কোন কারণে লিঙ্গ উত্তেজিত
হলে হাত দ্বারা স্পর্শ করবেন না। 
•৩)অশ্লীলতার ধারে কাছেও যাবেন
না এবং খারাপ কিংবা অশ্লীল ছবি 
দেখবেন না ।
•৪)ফেছবুকে বা অন্য কোথাও অশ্লীল
কিছু দেখলে নিজেকে বিরত রাখার
সর্বোচ্চ চেষ্টা করবেন ।
•৫)সর্বদা আল্লার প্রতি ভয় রাখবেন ।
•৬)যেহেতু এটি হারাম তাই আপনার
ইচ্ছা শক্তি দৃঢ় রাখবেন, তাহলেই হারাম
থেকে বাচতে আল্লাহও সাহায্য করবেন ।
এই প্রশ্নটি হয়তো অনেকের মনে 
ছিলো কিন্তু লজ্জায়কারো কাছ 
থেকে জানতে পারতেন না । 
—————————————————
অতিরিক্ত কিছু কথাঃ—
বিশেষ করে এটার একমাত্র ঔষুধ
হলো সূরা তাওবার শেষ দুই আয়াত।
আপনাদের সুবিধার্থে সূরা তওবার
শেষ দুই আয়াত দিলাম অনুগ্রহ করে 
মুখস্ত করে নিন।
বিসমিল্লাহির রাহমানির রাহীম, 
পরম করুনাময় আল্লাহর নামে শুরু।
"লাকদ যা.. আকুম রসূলুম্মিন আংফুছিকুম
আঝীঝুন আলাইহি মা...আনিত্তুম হারীছুন
আলাইকুম বিল মু'মিনীনা রায়ুফুর রহীম।" 
(সূরা তাওবাহ্∞ ১২৮)
"ফা ইং তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু
লা.. ইলাহা ইল্লাহু আলাইহি তালাক্কালতু
ওয়াহুয়া রব্বুল আরশুল আযীম।" 
(সূরা তাওবাহ্∞ ১২৯)
অর্থঃ—
"তোমাদের কাছে এসেছে তোমাদের
মধ্য থেকেই একজন রসূল। তোমাদের 
দুঃখ-কষ্ট তার পক্ষে দুঃসহ। তিনি 
তোমাদের মঙ্গলকামী, মুমিনদের
প্রতি স্নেহশীল, দয়াময়। (১২৮) "
"এ সত্ত্বেও যদি তারা বিমুখ হয়ে থাকে, 
তবে বলে দাও, আল্লাহই আমার জন্য 
যথেষ্ট, তিনি ব্যতীত আর কারো বন্দেগী 
নেই। আমি তাঁরই ভরসা করি এবং তিনিই
মহান আরশের অধিপতি। (১২৯)"
নোটঃ অনেকেই আরবি পড়তে পারেন না, 
তাই তাদের কথা ভেবে বাংলায় উচ্চারণ
লিখলাম। আশা করি সবাই গুরুত্ব দিবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আমার মতে,আপনার হস্তমৈথুন বাদ দেওয়া উচিত।কারণে এ কাজ করলে আপনার শরীরে নানা রকম সমস্যা দেখা দিবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

হস্তমৌথুন থেকে বাচার কার্যকরি কোনো পদ্ধতি নেই। কারন এটি নেশা এর মতো। নশা যেমন সহজে ছাড়া যায়না,এটিও সহজে ছাড়া যায় না। তবে এককথায় বলতে গেলে আপনি হস্তমৌথুনের ইচ্ছা জাগলে তার ক্ষতিকর এবং অপকারিতার দিক গুলা ভাবুন। তাহলে আশা করা যায় হস্তমৌথুন থেকে রক্ষা পাবেন।আপনি পাঁচ ওয়াক্ত নামায যথা সময়ে পড়ুন। এবং আল্লাহর কাছে যৌবন হিফাযতের জন্য দোয়া করুন। এবং নিজেকে কর্ম ব্যস্ততায় রাখুন।তাহলে আশা করা যায় তা থেকে বাচা সম্ভব। এবং যৌন শক্তির ঘাটতি পূরনের জন্য পূষ্টিকর খাবার খান।তাহলে ঠিক হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ