শেয়ার করুন বন্ধুর সাথে

জি, কুরবানীর পশুতে মৃত ব্যক্তির নামে এক বা একাধিক অংশ দেয়া যায়। এতে কোনো সমস্যা নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

মৃত মানুষ যদি অসীয়ত করে যায় তবে তার পক্ষ থেকে কুরবানী করতে পারেন। করলে ভালো, উনি সওয়াব পাবেন। উছমান ইবন আবী শায়বা (রহঃ) হানাশ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আলী (রাঃ) কে দুইটি দুম্বা যবেহ দেখে জিজ্ঞাসা করি ব্যাপার কি? তখন তিনি বলেনঃ রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এরূপ ওসীয়ত করে গেছেন যে, আমি যেন ''তার ইনতিকালের  পর'' তার পক্ষে কুরবানি করি। তাই আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ হতে কুরবানী এ করছি। [সূনান আবু দাউদ, হাদিস নম্বরঃ ২৭৮১] হাদিসের মানঃ যঈফ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ