আমার ইমু আইডিতে অনিচ্ছাকৃতভাবে একজনকে ভিডিও কল দিয়েছিলাম। কিন্তু যখন কল দিয়েছিলাম তখন আমার ডাটা এবং যাকে কল দিয়েছিলাম তার ডাটা অফ ছিল। তখন আমি তাকে ব্লক করে দিই কিন্তু তখন ও আমার ডাটা এবং তার ডাটা অফ ছিল। ডাটা অফ রেখেই আমি তাকে ব্লক করেছিলাম। তারপর আমি ডাটা অন করে আমার ইমু এ্যাকাউন্ট ডিলিট করে দিই এবং পূনরায় একই নাম্বার দিয়ে এ্যাকাউন্ট খুলি। তারপর তাকে আবার আনব্লক করে দিই। এখন প্রশ্ন হচ্ছে যে সে যদি ডাটা অন করে তাইলে কী আমার দেওয়া ভিডিও কলগুলো পাবে?  প্লিজ একটু ডিটেলসে বলুন...
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

অাপনি যেহেতু তাকে ব্লক করেছেন।সে ডাটা অন করা মাত্রই অাপনার ভিডিওকলের নোটিফিকেশন তার মোবাইলে দেখাবে,,,,এতে অাপনার ইমু একাউন্ট ডিলেট করা থাকলে দেখাবে।।(অাপনার কাছে ইমু ডিলেট থাকলে তবু ও তার মোবাইলে নোটিফিকেশন দেখাবে!!)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ