মৌমাছির মৌচাক থেকে আমরা মধু পাই, অথচ মৌমাছি কামড়ালে আমরা ব‍্যথা পাই কেনো? অতিরিক্ত মৌমাছি কামড়ালে মানুষ মারা যায় কেনো? একটি মর্মান্তিক ঘটনা: আমাদের পাশের বাড়ির আমার এক নানা সম্পর্কীয় ব‍্যক্তি, গাছ থেকে আম পারতে গিয়ে মৌচাক নড়ে মৌমাছির কামড়ের কারণে তিনি মারা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! এমনটা হওয়ার কারণ কি?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

কারণ মৌমাছির মধ্যে এমন বিষ আছে যা অল্পতে কোন মানুষের ক্ষতি হয় না। কিন্তু বেশি কামরালে মৃত্যু হওয়া সম্ভবনা বেশি। =[মৌমাছি কখনো কামর দেয় না হুল ফুটিয়ে দেয়]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Porimolray

Call

মৌমাছি কামড়ালে যে বিষ নিঃসৃত হয় তা আসলে এসিড। আর অনেক মৌমাছি কামড়ালে আমাদের শরীর যদি অতিরিক্ত এসিড নিয়ন্ত্রন করতে না পারে তবে জীবনের প্রতি খারাপ প্রভাব পড়ে। **তাই মৌমাছি কামড়ালে ক্ষার(চুন) ব্যবহার করতে হবে আক্রান্ত স্থানে। কারন এসিড+ক্ষার=প্রশমন ঘটাবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

সাধারণত হুল ফোটানোর পর মৌমাছি যখন উড়ে পালানোর চেষ্টা করে তখন সেই হুলের  সাথের বিষগ্রন্থি বা "পয়জন গ্ল্যান্ড" আর মৌমাছির পরিপাকতন্ত্র বা "ডাইজেস্টিভ সিস্টেম"-এর কিছু অংশ ছিঁড়ে আলাদা হয়ে গিয়ে আমাদের শরীরে থেকে যায়। এই ছিঁড়ে যাওয়ার পরেও ত্রিশ থেকে ষাট সেকেন্ড পর্যন্ত পয়জন গ্ল্যান্ড থেকে বিষ ক্রমাগত আমাদের শরীরে ঢুকতে থাকে। মৌমাছির হুলের বিষের মাত্রা এতটাই থাকে যে, হুল ফোটানোর পর বেশ কয়েকদিন তার ক্রিয়া চলতে থাকে। শুধু তাই নয়, একসঙ্গে যদি অনেকগুলি মৌমাছি কোনও ব্যক্তিকে হুল ফোটায়, তাহলে অনেক ক্ষেত্রে জীবন সংশয়ও দেখা দিতে পারে। পুর্নবয়ষ্ক ব্যক্তির ক্ষেত্রে মৌমাছির কামড় সহ্যনীয় হলেও, শিশুদের ক্ষেত্রে মারাত্মক হতে পারে। এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ