Share with your friends

যেসব ত্রিমাত্রিক সমাণু আলোক তলকে ডানে বা বামে নির্দিষ্ট কোণে ঘুরাতে পারে তাদেরকে অপ্টিক্যালি এক্টিভ কম্পাউন্ড বা   আলোক সক্রিয় যৌগ বলে।  

  • এদের কেন্দ্রীয় কার্বন পরমাণু ৪ টি আলাদা মৌল বা মূলকের সাথে যুক্ত থাকে।  
  • কেন্দ্রীয় কার্বনটি কেবলমাত্র একক বন্ধনে যুক্ত থাকে। 

কেন্দ্রীয় কার্বনটি কেবলমাত্র একক বন্ধনে যুক্ত থাকায় ও কেন্দ্রীয় কার্বন পরমাণু ৪ টি আলাদা মৌল বা মুলকের সাথে যুক্ত থাকায় এসব যৌগে মুক্ত ঘূর্ণন সম্ভব হয়। ফলে এসব যৌগ আলোক তলকে নির্দিষ্ট কোণে ঘুরাতে পারে । 


আশা করি উত্তর পেয়েছেন। 

Talk Doctor Online in Bissoy App