, এস এস সি পরীক্ষায় mcq তে গ সেট পশ্ন ভুলে লেখে ও ভরাট করে ফেলেছি কিন্তু আমি খ সেট দিব এজন্য ভরাট বৃওটি মুছতে গিয়ে ছিরে ফেলেছি কিন্ত আমি পরবতিতে সঠিকটি লিখে দিয়েছি ও ভরাট করে দিয়েছি এজন্য কোন সমস্যা হবে



Share with your friends

সঠিক টা লিখে ভরাট করলে কোন সমস্যা হবে না।

Talk Doctor Online in Bissoy App

হ্যাঁ, আপনার সমস্যা হতে পারে অর্থাৎ নৈর্বেত্তিকটি কাঁটা যেতে পারে। আর সামান্য ছিরলে কোনো সমস্যা নেই। আপনার রেজাল্ট আসবে। এসএসসি পরীক্ষায় MCQ একাধিক অপশন ভরাট করলে OMR ওএমআর মেশিনে তা ধরা পড়ে এবং ভুল হিসেবে চিহ্নিত হয়। তাই আপনার MCQ টি ভুল হতে পারে। তবে ওএমআর OMR মেশিনে ভালোভাবে ধরতে বা যাচাই করতে কোনো সমস্যা হলে শিক্ষক নিজেই সেটি যাচাই করে দেখবে।

Talk Doctor Online in Bissoy App