বাচ্চা জন্মের ২ মাস পর বাচ্চাটি মারা গেলে সে কি স্বামী স্ত্রীর স্তন পান করতে পারবে??? কারন যার হক ছিলো সে দুনিয়ায় বেচে নেই সেক্ষেত্রে স্ত্রীর স্তন পান করা জায়েজ কি না দয়া করে জানাবেন।। 
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

স্ত্রীর স্তনের দুধ শুধু সন্তানের জন্যই আল্লাহ্ তৈরী করে দিয়েছেন। আর সন্তান মারা বা অন্য কারণেও স্ত্রীর দুধ খাওয়া হারাম। হারাম কখনো হালাল হয়ে যায় না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

স্ত্রীর স্তনের দুধ কেবল আপনার সন্তানের উপরই জায়েয আছে। আর এটা আপনার সন্তানের হক। আপনার হক নয়। 


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Naimsdq

Call

এটি আপনার সন্তানের হক।   স্ত্রী এর স্তন পান করা যাবে না।  এটি পান করা হারাম। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

না জায়েয নয় । এবং এটি হারাম কাজ । শুধু তাই নয়! আপনি যদি আপনার স্ত্রীর স্তন পান করেন, তবে আপনার স্ত্রী আপনার জন্য হারাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
rashed66r

Call

দুধ পানের মাধ্যমে হারাম হওয়ার যে সব শর্ত আছে, তা হলঃ ১। দুই বছর বয়সের মধ্যে দুধ পান করতে হবে। সুতরাং তার পরে বড় অবস্থায় দুধ পান করলে হারাম হবে না। ২। পাঁচবার পান করতে হবে। সুতরাং ২/৪ বার পান করলে কোন প্রভাব পড়ে না। আর বড় অবস্থায় ৫ বারের বেশী পান করলেও কোন ক্ষতি হয় না। (ইবনে বায, ইবনে উষাইমীন) দলিল: ﻗﻮﻟﻪ ﺗﻌﺎﻟﻰ – ﻭَﺍﻟْﻮَﺍﻟِﺪَﺍﺕُ ﻳُﺮْﺿِﻌْﻦَ ﺃَﻭْﻻَﺩَﻫُﻦَّ ﺣَﻮْﻟَﻴْﻦِ ﻛَﺎﻣِﻠَﻴْﻦِ ﻟِﻤَﻦْ ﺃَﺭَﺍﺩَ ﺃَﻥ ﻳُﺘِﻢَّ ﺍﻟﺮَّﺿَﺎﻋَﺔَ ‏( ﺳﻮﺭﺓ ﺍﻟﺒﻘﺮﺓ -233 ‏) ﻭﻓﻰ ﺭﺩ ﺍﻟﻤﺤﺘﺎﺭ – ‏( ﻭﻟﻢ ﻳﺒﺢ ﺍﻹﺭﺿﺎﻉ ﺑﻌﺪ ﻣﺪﺗﻪ ‏) ﻷﻧﻪ ﺟﺰﺀ ﺁﺩﻣﻲ ﻭﺍﻻﻧﺘﻔﺎﻉ ﺑﻪ ﻟﻐﻴﺮ ﺿﺮﻭﺭﺓ ﺣﺮﺍﻡ ﻋﻠﻰ ﺍﻟﺼﺤﻴﺢ ‏( ﺍﻟﺪﺭ ﺍﻟﻤﺨﺘﺎﺭ ﻣﻊ ﺭﺩ ﺍﻟﻤﺤﺘﺎﺭ -ﻛﺘﺎﺏ ﺍﻟﻨﻜﺎﺡ، ﺑﺎﺏ ﺍﻟﺮﺿﺎﻉ – 4/397 ) প্রামান্য গ্রন্থাবলী ১. সূরা বাক্বারা-২৩৩ ২. সূরা আহকাফ-১৫ ৩. ফাতওয়ায়ে শামী-৪/৩৯৭ ৪. তাফসীরে মাযহারী-১/৩৫৬ ৫. কেফায়াতুল মুফতী-৫/১৬২

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ