আংশিক ভগ্নাংশ এর অংক করার সময় কিভাবে সহগ সমীকরন করতে হয়??? 
শেয়ার করুন বন্ধুর সাথে
ArfanAli

Call
চলকের সাথে যেগুলো গুণ আকারে থাকবে সেগুলোই চলক। আংশিক ভগ্নাংশের চলক সমীকৃত করে মান বের করা হয়। যেমনঃ

x(2x + 1)A + Bx + C = 2x2 + 3x
বা, 2x2A + Ax + Bx + C এই সমীকরণে চলক সমীকৃত করলে হবে,

2x2 A = 2x2
বা, A = 2 , বামদিকের x2 এর সাথে ডানদিকের x2 এর সমীকৃত করতে হবে। অর্থাৎ একই ঘাত সম্বলিত পদগুলোর সাথে উভয় পাশের সমীকৃত করতে হবে।

আবার,
Ax + Bx = 3x
বা, A + B = 3 ; বামদিকের x এর সাথে ডানদিকের সমীকৃত করতে হবে।


আবার, C = 0 ; কারণ ডানদিকে কোনো ধ্রুবপদ নেই।সবগুলোই চলক সম্বলিত।

যদি ধ্রুবপদ A + B থাকতো তাহলে C = A + B লিখতে হতো।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ