গত ২ মাস আগে মিলন করি

কনডম ছাড়া - 

কিন্তু কোনো পিল খাওয়াই নাই ---

-

গত মাসে ঠিকঠাক তারিখে মাসিক হইছে

কিন্তু এইমাসে মাসিক হয় নাই।

মাসিক এর টাইম পার হয়ে গেছে।

আমার ওয়াইফ আগের ছেয়ে হালকা মোটা হইছে

আমার ওয়াইফ কি প্রেগন্যান্ট।

প্লিজ জানাবেন।


শেয়ার করুন বন্ধুর সাথে

যদি আপনি কনডম ছাড়া মিলন করে থাকেন আর বির্য যোনির ভিতরে ফেলে থাকেন তাহলে এক্ষেত্রে খুব সম্ভবত সে গর্ভধারন করেছে।।এই বিষয়ে পুরোপুরি নিশ্চিত হবার জন্য আপনি ইউরিন প্রেগ্নেন্সি টেস্টার দিয়ে চেকাপ করতে পারেন।।বাজারে যে কোন ফার্মেসী এর দোকানে পেয়ে যাবেন।।দাম নিবে ৮০-১০০ টাকা।।ব্যবহারবিধি খুব সহজ।।ডাক্তার আপনাকে বুঝিয়ে দিবে।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ