Call

অনুক্রমঃকতকগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমন ভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়।এভাবে সাজানোর রাশিগুলোর সেটকে অনুক্রম বলে। সমান্তরাল অনুক্রমঃপূর্বের পদ ও পরবর্তি পদের পার্থক্য যদি সমান হয় তাকে সমান্তরাল অনুক্রম বলে। ধারাঃকোন অনুক্রমের পদগুলো পরপর + চিহ্ন দ্বারা যুক্ত করাকে ধারা বলে। সমান্তর ধারাঃকোন ধারার যে কোন পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সব সময় সমান হলে সেই ধারাটিকে সমান্তর ধারা বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ