আমি CSE তে প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছি ৷ CSE তে পড়তে নাকি গনিত খুব ভালো জানতে হয় ? আমিতো গনিতে খুব বেশি ভাল না ৷ কিন্তু ইন্টারনেট ও কম্পিউটার বিষয়াদি নিয়ে মোটামুটি ধারনা আছে ৷ আর এটার প্রতি ভালবাসা ও আগ্রহ আছে প্রচুর ৷

এই অবস্থায় আমি কি CSE তে ভর্তি হবো ? আর CSE তে কোন ক্লাসের গনিতগুলো প্রয়োজন পড়ে ?



Share with your friends