আমি কৃষ্ণা নামে একটি মেয়েকে খুব ভালোবাসি। কিন্তু দূর্ভাগ্যবশত ওর সাথে আমার সম্পর্ক ভেঙে যায়, প্রায় দুইবছর হয়ে গেল, কিন্তু আমি তাকে কোনমতেই ভুলতে পারছি না। আপনারা ওর নাম দিয়ে এমন একটা ফিরে আসার কবিতা লিখে দিন, যাতে আমি তার কাছে আমার ভুল স্বীকার করছি এবং তাকে ছেড়ে খুব দুঃখ প্রকাশ করছি এইসব যেন প্রকাশ পায় কবিতাটিতে। আপনাদের কাছে বিনীত অনুরোধ এই কবিতাটি তুলে ধরে আমাকে বাধিত করিবেন, ধন্যবাদ।


শেয়ার করুন বন্ধুর সাথে
rjrahman

Call

কৃষ্ণা আমায় ভুলে যেওনা,

আমি তোমায় ভালবাসি কেন বুঝনা।

তুমি ছাড়া কে আছে আমার এ জীবনে,

ভালবাসি আজো এখনো তোমাকে।।


তুমি আমার অন্ধকারের পথ চলারই আলো,

তোমায় ছাড়া বাঁঁচব আমি কি করে বল।।

কৃষ্ণা আমায় ভুলে........

।.....

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ