সরকারি পলিটেকনিক আমার ইলেক্ট্রোমেডিকেল এ চান্স হয়েছে,অামার তেমন কোন ধারনা নেই এ সম্পর্কে,অনেকে অনেক কথা বলতছে,একজন বলল এই সাবজেক্ট এ ডিপ্লোমা করার চে ইন্টারমিডিয়েট পরা ভাল,এখন আমার প্রশ্ন হচ্ছে এই সাবজেক্টেরর উপর ডিপ্লোমা করে কি ভবিশ্যত জিবনে উন্নতি করতে পারব..? নাকি ইন্টারমিডিয়েট ভর্তি হব? দয়া করে উত্তর দিবেন

শেয়ার করুন বন্ধুর সাথে

বর্তমানে যে কোন ডিপ্লোমা মানেই

এক একটা মরনফাঁদ, ডিপ্লোমা শেষ

করে প্রতি বছর হাজার হাজার বের হচ্ছে

কিন্তুু চাকুরির জন্য তো আর নতুন কোন

পথ তৈরি হচ্ছে না। আর ডিপ্লোমার মান

 স্নাতক নয় বরং Hsc সমান। Hsc পাশ

করে আপনি অনেক চাকুরিতে আবেদন

করতে পারবেন, কিন্তুু ডিপ্লোমা পাশ করে

ঐ সাবজেক্টের হাতেগোনা কয়েকটা চাকুরিতে

এপ্লাই করতে পারবেন, তাও আবার ৫/৬ হাজার

টাকা বেতনের।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ