আমি যতটুকু শুনেছি যে, ওরাডেকসন ট্যাবলেট খেলে শরির মোটা হয়। জানাবেন pls যদি আমি প্রতিদিন রাতে একটা করে ওরাডেকসন ট্যাবলেট নিয়মিত খাই তবে কোন প্রকার ক্ষতি হবে নাকি?


Share with your friends
Yakub Ali

Call
এটা ডেক্সামেথাসন গ্রুপের ঔষধ, এটি  ডাক্তারের পরামর্শ ব্যতিত সেবন সম্পুর্ন নিষেধ, এটি মোটা হওয়ার ঔষধ নয়, তবে এটির পার্শ্বপ্রতিক্রিয়ার প্রভাবে শরীর মোটা হতে পারে, এটি একটি জীবন রক্ষাকারী স্টেরয়েড ঔষধ।
কিন্তু এটির অপব্যবহারে জীবনহানীও ঘটতে পারে। এটি হাঁপানি, বাত, চুলকানি, ত্বকের সমস্যা, একজিমা, অ্যালার্জি, স্নায়ুতন্ত্র, শ্বসনতন্ত্র, পরিপাকতন্ত্রের সমস্যা, দীর্ঘস্থায়ী চর্মরোগ, মস্তিষ্কের সেরিব্রাল ইডিমা, সহ বিভিন্ন ধরনের সমস্যার ক্ষেত্রে প্রয়োজন বুঝে ডাক্তারগন ডেক্সামেথাসন সাজেস্ট করে, এবং মুমূর্ষু রোগী ক্ষেত্রে ব্যবহার হওয়া সহ  নির্দিষ্ট কোনো ঔষধ যদি ঐ রোগের ক্ষেত্রে কাজ না করে তাহলে সেটির কার্যকারিতা বাড়াতে ডেক্সামেথাসন স্বল্প সময়ের জন্য সাজেস্ট করা হয়। তাই এটি আপনি নিজ থেকে সেবন করা উচিত নয়।
Talk Doctor Online in Bissoy App