আমার ছোট্ট আপুর নাম হাফিজা আর আমার বাবার নাম নজরুল। আমি আমার বাবার নামের সাথে আমার ছোট আপুর নাম টা যোগ করতে চাচ্ছি। তাহলে নামটা কি ভাবে যোগ করতে হবে? ? এবং আমরা সব ভাই বোন গুলো আমাদের নামের সাথে আব্বুর নাম যোগ করতে চাচ্ছি কিভাবে তাহলে নাম টা হবে? ? অর্থাৎ নাম গুলো কি বলে ডাকতে হবে ? এবং এই নাম যোগ করার ব্যাপারে ইসলামের দৃষ্টিতে বিস্তারিত জানতে চাই  আমার নাম সালাম আমার বোনের নাম হাফিজা আমার আরেকটা ছোট বোনের নাম তাসলিমা 
শেয়ার করুন বন্ধুর সাথে

নামের সঙ্গে বাবার নাম যোগ করতে হলে

ছেলেদের নামের পর বিন এবং মেয়েদের 

নামের পর বিনতে যোগ করতে হয়।

যেমন, সালাম বিন নজরুল,

হাফিজা বিনতে নজরুল এবং

তাসলিমা বিনতে নজরুল।

নামের সঙ্গে বাবার নাম লাগানো খুবই ভালো।

হাদিসে এসেছে, কিয়ামতের দিন প্রত্যেককে তার

বাবার নামসহ ডাকা হবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ