আমি Mobile care app এর মাধ্যমে অনেক গুলো ছবি গোপন করে রেখে ছিলাম। কিন্তু ঐ app টা আপডেট হওয়ার পর ছবি গুলো app এর ভিতর আর দেখা যাচ্ছিলো না। ছবি গুলো মেমোরি কার্ডে ফাইল আকারে আছে কিন্তু প্রদর্শন করতেছেনা। ছবি গুলো কিভাবে ফিরে পাবো জানালে উপকৃত হতাম।
Share with your friends
MdAbuSiam

Call

নুন্যতম ৪৮ ঘন্টা অপেক্ষা করুন আপনার ছবিগুলো আবার Mobile care App টিতে চলে আসবে। আর যদি না আসে তাহলে Diskdigger App টি ডাউনলোড করে ইনস্টল করুন,, তারপর সেটিতে প্রবেশ করুন, দেখবেন আপনার ফোন থেকে হারিয়ে যাওয়া অথবা ডিলিট হয়ে যাওয়া সকল ছবি ফিরে আসবে।।

Talk Doctor Online in Bissoy App