আমার সেনাবাহিনীর সৈনিক পদে ইনফ্যান্ট্রি কোরে চাকরি হয়েছে ।  আমি এইচএসসি পাশ। আমার এস , এস, সি ৪•৭৮ (বিজ্ঞান বিভাগ) ।।। এইচএসসি ৪•৯৬ ( কারিগরি থেকে কমার্স )। তো আমার এপার্টমেন্ট লেটারে লেখা । ট্রেনিং এর ফলাফল অনুযায়ী ট্রেড দেওয়া হবে। তো ট্রেড এর ক্ষেত্রে কি সাইন্স কমার্স লাগে? আর যদিও লাগে সার্কুলার এ এস এস সি পাশ যোগ্যতা চাইসে । আমার এস এস সি সাইন্স আছে। আমি কি এই রেজাল্ট এর মান অনুযায়ী ভালো ট্রেড পাবো। এবং ইনফ্যান্ট্রি কোরের ভালো ট্রেড কোনটি যাতে প্রমোশন তাড়াতাড়ি হবে।imageদয়া করে জানাবেন ।


শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

ট্রেনিং এর পরীক্ষার ফলাফল ও ট্রেনিং চলাকালীনে আপনার কর্মকান্ডের উপর ভিত্তি করে ট্রেড দেওয়া  হবে, SSC বা HSC রেজাল্টের উপর নয়।  যত ভালো পারফার্মেন্স করতে পারবেন তত ভালো ট্রেড পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ