দুটোই হতে পারে। হয়তো কারো সাথে কথা বলতেছিল। অথবা আপনার নম্বরটি ব্ল্যাকলিস্টে কোন কারণে হয়তো চলে গেছে। আগে খোঁজ নিয়ে দেখুন, তার ব্ল্যাকলিস্টে আপনার নম্বরটি আছে কি না। শুধু শুধু না জেনেই তাকে দোষারোপ করতে পারেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

           না । 

আপনার স্ত্রী অন্ন কারোও সাথে কথা নাও বলতে পারে । প্রত্যেক টাওয়ার বা নেটওয়ার্ক একটা নির্দিষ্ট সংখ্যক ফোনের আদান প্রদানে সক্ষম ।তার থেকে বেশি হলে তা আর পারে না তাই নেটওয়ার্ক বিজি দেখায় । ( ধরুন একসাথে ৫০০ টি ফোনের সার্ভিস দিতে পারবে ,,,, এবার  কোনো সময় একসাথে ৫১০ জন ফোন করার  চেষ্টা করছে তাহলে ১০ জনকে নেটওয়ার্ক বিজি দেখাবে ; যারা আগে করবে তাদের আগে ফোন ঢুকবে  এবং কারো  কথা শেষ হলে তার পরের জনদের ফোন ঢুকবে) ।।  কিছুক্ষন পরে চেষ্টা করবেন কিংবা ফোন লাগাতেই থাকবেন ঠিক একসময় ফাঁকা হলেই ফোন ঢুকবে ।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
NjNion

Call

সাধারণত আপনি যদি কাউকে কল দেন যদি সে অন্য কোথাও কথা বলে সেক্ষেত্রে আপনার ফোনটি বিজি বা ব্যাস্ত আসে এটি বলবে।তবে এটাও প্রমান করে না কারন যদি নের্টওয়ার্কের সমস্যা থাকে তাও একই কথা বলতে পারে।কিন্তু আপনার যদি সন্দেহ হয় আপনি তার ফোনের ওয়েটিং কলটি যদি চালু না থাকে সেটি চালু করে দিতে পারেন।তাহলে নিশ্চিত ভাবে শুনতে পারবেন, যদি সে অন্যকোথাও কথা বলে আপনি কল করার সাথে সাথে শুনতে পাবেন যে আপনার কলটি এই মুহুর্তে ওয়েটিনে আছে।এবং এটি বলার সাথে সাথে আপনার ফোনের ডিসপ্লেতে দেখবেন waiting call উঠে আসবে। ধন্যবাদ...

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ