এইডস তো মানুষের দেহে উৎপন্ন হয়।

যদি না হয় তাহলে এই virus কোথা থেকে উৎপন্ন হয় বা হয়েছে


আমি জানি আমেরিকার এক যুবকের কাছে প্রথম এই virus ধরা পরে। 

কিন্তু আমার প্রশ্ন হলো তার দেহে কোথা থেকে এসেছে।



শেয়ার করুন বন্ধুর সাথে
Shahadat570

Call

আপনি ঠিকই বলেছেন।  এই ভাইরাস প্রথম মানুষের শরিরে উৎপন্ন হয় নি। এই ভাইরাস অন্য জন্তুর শরিরে উৎপন্ন হয়ে মানুশের শরিরে প্রবেশ করে। এই ভাইরাস প্রথম আফ্রিকায় বানরের শরিরে পাওয়া যায়। সেখান থেকে মানুষের শরিরে প্রবেশ করে। প্রথম আফ্রিকার মানুশ এই ভাইরাসে আক্রান্ত হয়। সেখান থেকে গোটা পৃথিবিতে ছড়িয়ে পড়ে। প্রথাগতভাবে শোনা যায় যে আফ্রিকার একদল শিকারি শিকার করতে গিয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ