ফরাজি কি.???

হানাফী কি।?????

ফরাজিরা হানাফি দের থেকে আলাদা ভাবে

সালাত আদায় করে কেনো..???

মানে সময় আলাদা কেনো ফরাজি রা হানাফি দের

থেকে কম পক্ষে ৩০ মি. বা ৪৫ আগে আযান দেয়.

নামায পড়ে অনেক সময় নিয়ে

কিন্ত কেনো...???

কোন টা সঠিক হানাফী না ফরাজী.????

হানাফীরা অনেক নামাযের রাকাত বাদ দেয়

কিন্ত ফরাজারি কোন রাকাত বাদ দেয় না।

কিন্ত কেনো.??????

ওযুর নামায সহ পড়ে ফরাজিরা

যেটা হানফিরা পড়ে না।

জানতে চাই

আমি কোন ভাবে নামায পড়বো ফরাজি না হানাফী.????


শেয়ার করুন বন্ধুর সাথে

ফরাজি বলতে আমরা ব্রিটিশবিরোধি আন্দোলনের নেতা জনাব হাজি শরিয়তুল্লাহর অনুসারীদের জানি। আর হানাফি হচ্ছে ইসলামি ফিকহ ও আইনের ধারায় হযরত ইমাম আবু হানিফার (র.) প্রাতিষ্ঠানিক ব্যাখ্যা বিশ্লষণ যারা অনুসরণ করেন তারা। হাজি শরিয়তুল্লাহও এ অর্থে ছিলেন হানাফি। ফরাজি- হানাফিদের নামাজে ভিন্নতা থাকার কথা নয়। অজ্ঞতার কারণে কেউ কিছু করলে দুর্ভাগ্য। প্রসঙ্গত বলতে হয়, হাজি শরিয়তুল্লাহর মতে ইংরেজকবলিত ভারতবর্ষ ছিল দারুলহরব। তাই তিনি তখন এখানে জুমার নামাজ নাপড়ার ফতোয়া দিয়েছিলেন। অন্যান্য ওলামায়ে কেরাম সেই ফতোয়া গ্রহণ করেননি। এখানে বিবেচনার বিষয়, হাজি সাহেবের যে মতভেদ সেটাওতো ঐ সময়ের সঙ্গেই নির্দিষ্ট। এখন তার মতানুযায়ীও জুমার নামাজ পড়া যাবে। কারণ, বাংলাদেশ দারুলহরব নয়। * হানাফিরা কোন কোন রাকাত বাদ দেয়' কথাটা বুঝলাম না! * নামায পড়বেন সঠিক নিয়মে, বিনয়নম্র হয়ে। কুরআন সুন্নাহমতে। বাকি হানাফি মাযহাব সুন্দর। * নামায পড়ার আগে ভালো আলেমের কাছে গিয়ে নামাযটা শিখবেন। উপকার পাবেন। -মুহাম্মাদ নূরুল্লাহ, প্রধান, মুফতি ডিপার্টমেন্ট, হাজি সাইজুদ্দিন জামিআ, নারায়ণগঞ্জ, মোবাইল: 01776210247

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ