আমি মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করতে আগ্রহী। কারণ এটি সুন্দর। কিন্তু সমস্যা হচ্ছে তাতে রেফ লেখা যাচ্ছে না। ডাউনলোড ফাইল আপডেট করে গলদগর্ম হয়েছি কাজ হয়নি। আপডেট অপশনটাই আসেনি। এখন সিডি কিনে এনেছি। তাতে আপডেট অপশন আছে। ই. কানেকশনের পর ক্লিক করলে ডাউনলোডিং আপডেট দেখাচ্ছে কিন্তু আপডেট হচ্ছে না। এখানে মূলত সমস্যাটি কী? আমার খুবই খারাপ লাগছে। আমি ওয়াইফাই ই. ব্যবহার করি। এখানে আরেকটি সমস্যা: ল্যাপটপে ইনস্টল করা ফন্টগুলো লেখার সময় খুঁজে পাওয়া যায় না। তাছাড়া আরবি সংখ্যা লেখা যায় না। এম এস ১৬ তে এতগুলো সমস্যা কেনো? এর সমাধানই কী??
শেয়ার করুন বন্ধুর সাথে