আমি Affiliate Marketing আর Dropshipping/Shopify এই দুইটার মাঝে বিভ্রান্তিকর অবস্থায় আছি। আমার বাজেট ১০০$, এর উপরে আর দেয়া আমার বর্তমান পরিস্থিতি অনুযায়ী সম্ভব না! আমি চাচ্ছিলাম, Shopify ফ্রি মেম্বারশীপ থেকে আমার Store টি ২৯$ এর প্ল্যান কিনে মার্কেট এ আপডেট করব! আর বাকি ৭০$ দিয়ে দৈনিক ৫$ বাজেট এ আমার Store Products Promote করব Facebook Page ব্যবহার করে! কিন্তু, বিভিন্ন আর্টিকেল এ প্রায় সবাই বলছে Shopify তে মিনিমাম ৫০০$ Investment দিয়ে শুরু করা ভাল! এছাড়া তাড়াতাড়ি সফলতা আসে না! আবার, Affiliate Marketing Review তে বলছে Affiliate এর ক্ষেত্রেও সময় আর বাজেট বেশি লাগে... তাই আমি চিন্তায় আছি কি করব... আমি চাচ্ছিলাম, এই ১০০$ দিয়ে শুরু করে মোটামুটি ১/২ মাসের ভিতর ১৫০-২০০$ আয় করতে পারব... এখন, আমার মত কম বিনিয়োগকারী এর জন্য Affiliate নাকি Dropshipping Business বেশি ভাল হবে??? অর্থাৎ, নতুনদের জন্য কোনটা দিয়ে শুরু করা উচিত??? আশা করি আমার এমতাবস্থায় বিশ্বস্ত সাইট- Bissoy Answers থেকে কিছু হলেও তথ্য পাব, যা আমার উপকার এ আসবে!


Share with your friends