আমার হস্থমৌথনের অভভাস প্রায় ৬ বছর ধরে। এতদিন কোন সমস্যা অনুভব হয় নি। কিন্তু গত মাসে আমার নাকের অপারেশনের ২ দিন পর হস্থমৌথন করি পর পর ২ দিন। এর পর থেকে আমি চোখে ঝাপসা ও শরির দুর্বল অনুভব করতে থাকি। এর ১০-১৫ দিন পর আবার ও করি এবং আবার ও চোখ আরও ঝাপসা এবং ঘার ব্যথা ও মাথা ব্যথা অনুভব করতে থাকি। প্রেসার ও লো হয়ে গেছে! যদি ও অন্য কারো এরকম সমস্যা হয় নি এ অপারেশনের পর,কিন্তু আমার হচ্ছে। আমি কি কোন স্নায়ুরোগ এ ভোগছি? প্লিজ জানাবেন....!!!
শেয়ার করুন বন্ধুর সাথে

স্নায়ু রোগ কি না তা বলতে পারবো না তবে এটা বলবো যে অতিরিক্ত হস্তমুন এর ফলে শরীরের অনেক সমস্যা হয়। এ অভ্যাস চিরদিনের জন্য ত্যাগ করুন। আর ভাল চিকিৎসকের পরামর্শ নিন। আর ভাল খাবার খান দুধ,ডিম,কলা,মাছ,মাংস ,রসুন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

জী স্নায়ুরোগ হয় । হস্থমৈথুনের কারনে যৌন ক্ষমতা হ্রাস পায়, সৃতি শক্তি দুর্বল হয়ে যায় এবং স্নায়ু দুর্বল হয়ে যায় । ঘুম ঘুম ভাব থাকে শরীর থেকে অবশাদ ক্লান্তি দুর হয় না । আপনি হস্থমৈথুন করা বন্ধ করে দিন তাহলে সব ঠিক হয়ে যাবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ