কোন ধরণের সফটওয়্যার ছাড়া  করতে চাই । 


শেয়ার করুন বন্ধুর সাথে

ধরেন ৩টি কম্পিউটার আছে একটি আপনার অন্য দুটি অন্য কারো । আপনি এখন আপনার কম্পিউটার দিয়ে অন্য কম্পিউটারের তথ্য নিতে চাইলে প্রথমে আপনাদের কম্পিউটারে ক্যাবল দিয়ে কানেকশন দিতে হবে । যেমন:এক wifi লাইন দিয়ে বেশ কয়েকটি pc চালানো যাই । এরপর যে কম্পিউটার থেকে নিবেন সেখান থেকে শেয়ার করতে হবে । তারপর আপনার কম্পিউটার থেকে run লেখে সার্চ দিতে হবে এর পর যেটি আসবে সেখানে ip নাম্বার চাবে । এখন যেটি থেকে শেয়ার করছিলেন তার ip number দিয়ে enter চাপবেন । তাহলেই ঐ কম্পিউটারের সকল তথ্য আপনি পাবেন কোন software ছাড়া ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ