একটি ছেলে যা শুনে তাই repeat করে।(যেমন : আমি ভাত খাব বললে সেও বলে আমি ভাত খাব)। একদিন তার বাবা তাকে বলল "রাত ১০ টায় ভাত খেতে টেবিলে চলে আসবে।" কিন্তু অদ্ভুতভাবে সে ওইদিন এই কথাটি repeat করে নাই। কেন?


Share with your friends
Call

কারণ ছেলেটা তখন ঘুমাচ্ছিলো। 

Talk Doctor Online in Bissoy App
ArfanAli

Call

সেই মূহুর্তে সে অন্য কারো কথা রিপিট করছিলো। এবং ঠিক ঐ মূহুর্তে তার বাবা তাকে বলায় সে তার বাবার কথা শুনলেও তার কথা রিপিট করতে অপারগ ছিলো।

Talk Doctor Online in Bissoy App
Call

সে কানে ইয়ারফোন দিয়ে গান শুনছিল।

Talk Doctor Online in Bissoy App
biggan

Call

কারণ ছেলেটি যা শুনে তাই repeat করে, তাই সে অদ্ভুতভাবে repeat না করে সাধারণভাবেই repeat করেছিল।

(প্রশ্নটি ভালো করে পড়ুন, বলা আছে অদ্ভুতভাবে সে ওইদিন এই কথাটি repeat করে নাই। ছেলেটি যদি যা শুনে তাই repeat করে তাহলে কেন অদ্ভুতভাবে repeat করতে যাবে? এতেই সম্ভবত প্রশ্নটির রহস্য লুকিয়ে আছে। সাধারণ মানুষ যাতে বিভ্রান্ত হয় সেজন্যই বোধহয় এমনভাবে প্রশ্ন করা।) 

Talk Doctor Online in Bissoy App
Junait

Call

কারণ: সে তার বাবার কথাটি শুনতে পায় নি কোনো কারণে।

শুনতে না পেলে সে  repeat করবে কিভাবে ? 

Talk Doctor Online in Bissoy App