আমরা প্রতিনিয়ত রাস্তাঘাটে চলাচল করে থাকি।তখন আমাদের সাথে অনেক মহিলা/যুবুতিদের সাথে দেখা হয়।তখন যদি তাদের দিকে খারাপ দৃষ্টিতে না তাকাই এবং সাধারন ভাবে তাকাই তাহলে কি এর গুনাহ হবে???
Share with your friends
sifatbd

Call

প্রথমবার স্বাভাবিক ভাবে তাকানো জায়েজ আছে যেভাবে আমরা অন‍্য নারী অথবা পুরুষের দিকে তাকিয়ে থাকি । এরপর চোখ সংবরত/ নামিয়ে/ফিরিয়ে নিতে হবে ।

Talk Doctor Online in Bissoy App
Call

মাহরুম ব্যক্তি বাদে, মেয়ে লোকের প্রতি দৃষ্টিআরোপ করা ইসলামে হারাম। তবে রাস্তায় চলাচলের সময়, অনেক মেয়ের উপর দৃষ্টি চলে যায়। এমতাবস্থায়, চোখ পড়ার সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে নিতে হবে। ফলে কোনো গুণাহ হবেনা। কিন্তু পরের বার তাকালে/যদি ভাবেন মেয়েটি কেমন, আর একবার দেখি। তাহলে গুণাহ হবে। মেয়েদের দিকে কতক্ষণ তাকিয়ে থাকতে পারবেন। এ সম্পর্কে ইসলামে বলা আছে, দৃষ্টি পড়ার সাথে সাথে ফিরিয়ে নাও। অর্থাৎ তাকিয়ে থাকা হারাম। যদি সাধারণ ভাবে তাকিয়ে থাকেন, তবুও আপনার মনে কুধারণা আসবে। অতএব, গুণাহ হবে।

Talk Doctor Online in Bissoy App
Isan

Call

ভালো নজরে তাকান বা খারাপ নজরে তাকান। আপনার চোখ তাদের উপর পরার সাথে সাথে আপনি নিচের দিকে তাকাবেন। আর না তাকালে আপনার পাপ হবে।

Talk Doctor Online in Bissoy App