শেয়ার করুন বন্ধুর সাথে
Call

এটি সুন্নত নামায। আদায় করা মুস্তাহাব। মাগরিবের ফরয ও সুন্নত সালাতের পর দু রাকাত করে ছয় রাকাত সালাতকে সালাতুল আউয়াবিন বলে। এর নিয়ত, নাওয়াইতুআন উসাল্রিয়া লিল্রাহি তায়ালা রাকাতি সালাতি আউয়াবিনা সুন্নাতু রসুলিল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিয়ান ইলা যিহাতিল কাআবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

→মাগরিবের নামাযের ফরয এবং সুন্নত পড়ার পর, 

কমপক্ষে ৬ রাকা'য়াত এবং সর্বাপেক্ষা ২০ রাকা'য়াত

নফল নামায পড়াকে আউওয়াবিনের নামায বলে।

→হাদিছে ৬ রাকা'য়াত নামায সম্বন্ধ্যে বর্ণীত আছে যে,

এই ৬ রাকা'য়াতের ফযীলতে ১২ বছরের সওয়াব অর্জিত 

হয়। 

→অপর হাদিছে এই ২০ রাকা'য়াত নামায সম্বন্ধ্যে বর্ণীত 

আছে যে, এই ২০ রাকা'য়াত নামায আদায় করলে, আল্লাহ

তায়ালা জান্নাতে, তার জন্য একটি ঘর তৈরী করবেন।

(সুবহানাল্লাহ)

→এর নিয়ত হচ্ছে যে, 

نويت ان اصلي ركعتي الاوابين

উচ্চারণ : নাওয়াইতু আন উছাল্লিয়া রাক'য়াতায়িল

আউওয়াবীন।

অর্থ : আমি দুই রাকা'য়াত আউওয়াবীনের নিয়ত করছি। 

(আহকামে জিন্দেগি) 


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ