অামার ২০১২ সালে এসএসসি দেওয়ার কথা ছিল।পারিবারিক কারণে দিতে পারি নি। ২০১৭ তে বিজ্ঞান বিভাগে এসএসসি পাস করি ইংলিশ ভার্সন স্কুল থেকে। অামি ১-৬ ক্লাস পর্যন্ত ইংলিশ মিডিয়ামে পরেছি।৭-এসএসসি পরেছি ইংলিশ ভার্সনে। ভেবেছিলাম এ বছর ইংলিশ মিডিয়ামে  এ লেভেল পড়ব কিন্তু পছন্দ মত সাবজেক্ট পাইনি। এখন ভাবছি বাংলা মিডিয়ামে চলে অাসব। অামার এক প্রবাসী বন্ধু যে একসময় অামার সহপাঠী ছিল সে বলছে কৃষিতে ডিপ্লোমা করতে।অামি ভাবছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পড়ব মানবিক বিভাগে বা নর্মাল কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পড়ব। অামার এ দুটোর মধ্যে কোনটা করা উচিত? নাকি বন্ধুর কথা শোনা উচিত?


শেয়ার করুন বন্ধুর সাথে