পবিত্রতা ইমানের অংগ। আর হস্তমৈথন করা হারাম হারাম হারাম। হস্তমৈথন করা ত্যাগ করা জরুরি। তবে এটি করে ফেললে যত দ্রুত সম্ভব গোসল করা জরুরি। আর আপনি যদি সেহরির আগে না করেন তাহলে নামাজ পরবেন কিভাবে? অতএব গোসল করা অত্যাবশ্যকীয়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

রোজা রাখার পূর্বে হস্তমৈথুন করলে গোসলের প্রয়োজন হবে কি? এর দ্বারা আপনি কি বুঝাতে চাচ্ছেন? এর দ্বারা যদি আপনার উদ্দেশ্য হয় গোসল না করলে কি রোজা হবে তাহলে বলব হ্যা, গোসল ছাড়াই আপনার রোজা হবে। এমনকি আপনি যদি সারাদিনও গোসল ছাড়া থাকেন তাহলেও আপনার রোজা হয়ে যাবে।

আর যদি উদ্দেশ্য হয় নামায না পড়লে রোজা হয় কি? তাহলেও বলব নামাজ না পড়লেও রোজা হয়।

কিন্তু রোজা রাখা হল মাত্র একটি ফরজ। আর নামাজ পড়া হল পাচটি ফরজ। ঐ ব্যক্তির চেয়ে বড় আহমক কে একটি ফরজ আদায় করতে গিয়ে পাচটি ফরজ ছেড়ে দেয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

রোজার অন্যতম উদ্দেশ্য সংযম পালন করা আর সংযম করতে না পারলে সেটা রোজা হবে না উপোস হবে মাত্র। হস্তমৈথুন করা হারাম আর রোজা রেখে হারাম কাজ পরিত্যাগ করতে না পারলে অযথা উপোস করাটা মূল্যহীন মাত্র।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ