Call

7.50 টাকা দরে 120 কেজি আলুর ক্রয়মূল্য 

=7.50×120=900 টাকা ।

4% লাভে মোটের উপর লাভ=900×4/100=36 টাকা 

এক তৃতীয়াংশ অর্থাত্ (120÷3)=40 কেজি আলুর ক্রয়মূল্য=7.50×40=300 টাকা ।

আবার, 

7.20 টাকা দরে 40 কেজি আলুর বিক্রয়মূল্য=7.20×40=288 টাকা । 

ক্ষতি 300-288=12 টাকা ।

অতএব , এই 12 টাকাই মোটের উপরে ক্ষতি ।

অতএব , মোটের উপরে লাভ করতে হবে (36+12)=48 টাকা ।

এই 48 টাকা লাভ করতে হবে বাকি 80 কেজি আলু বা 600 টাকার আলুতে । 

অতএব 80 কেজি আলু বা 600 টাকার আলু বিক্রি করতে হবে (600+48)=648 টাকায় ।

80 কেজি আলুর বিক্রয়মূল্য 648 টাকা 

1 কেজি আলুর বিক্রয়মূল্য =648÷80=8.10 টাকা ।

অতএব, বাকি আলু 8.10 টাকা দরে বিক্রি করলে মোটের উপর 4% লাভ হবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ