Share with your friends

না ভাই imei নাম্বার দিয়ে মোবাইলের

লোকেশন আপনি জানতে পারবেন না,

এটা আইনের লোক ছাড়া কেউ পারবে না,

তাই আপনি থানায় চোরকে ধরার জন্য অবিযোগ

করুন,তারা আপনার ফোন খুজে দিবে।

Talk Doctor Online in Bissoy App
imrana5

Call

IMEI দিয়ে আপনি নিজে আপনার মোবাইল ফোন খুঁজে পাবেন না। এ জন্য পুলিশ প্রশাসনের সাহায্য দরকার। এ পদ্ধতি অনেক ব্যায়বহুল বলে অনেকেই আর আগ্রহ দেখায় না। বলা যায় খাজনার চেয়ে বাজনা বেশি। অন্তত, আমি এখনো এমন কাউকে দেখিনি যে বা যারা ফোন চুরি হওয়ার পর তা এ পদ্ধতির মাধ্যমে পেয়েছে।


তবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে। ফোন, মানিব্যাগ, ওয়ালেট ইত্যাদি হারাবার পর নিকটস্থ থানায় সাথে সাথেই সাধারণ ডায়েরী করে রাখা।

কারন, পরিবর্তে এই জিনিস গুলো কোন অপরাধ সংঘটিত স্থানে পাওয়া যায়। অথবা কোন অপরাধ এর মধ্যে সম্পর্কযুক্ত থাকলে তার দায়ভার আপনার উপরে বর্তাবে।

তাই অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরী করে রাখুন। এর জন্য কোন প্রকার ফি(টাকা) দিতে হয় না।

Talk Doctor Online in Bissoy App
Call

পুলিশ যদি সর্বউত্তমভাবে কাজ করে তাহলে সম্ভব। মূলত বিশেষ কোন অপরাধ সংগঠিত না হলে IMEI ট্র‍্যাক করতে চায় না পুলিশ। তবে আপনি একটি ডাইরে করেন প্রথমে পুলিশের কাছে। তারপর যদি কোন পুলিশর উর্ধ্বতর কর্মকর্তা পরিচিত থাকে তবে তাদের মাধ্যমে আপনি আপনার ফোনের লোকেশন খুঁজে পাবেন। আর প্রশাসন সাধারণ বিষয়ে IMEI ট্র‍্যাক করে না। 

Talk Doctor Online in Bissoy App