শেয়ার করুন বন্ধুর সাথে

ছয় রাকাত। মাগরিবের পরে এবং এশার আগেই পড়তে হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
MHR

Call

মক্কা বিজয়ের দিন রাসুল সাঃ হযরত আলি রাঃ এর বোন ঊম্মে হানির গৃহে খুব সংক্ষিপ্ত আকারে ৮ রাকাত নামাজ আদায় করেছেন ! প্রতি দুই রাকাত নামাজ অন্তর সালাম ফিরাতে হয় ! (মুত্তাফাক্ব আলাইহ মিশকাত হা /১৩০৯ অনুচ্ছেদ ৩৮ তাওহিদ প্রকাশনি ) ঊল্লেখ্য যে দুপুরের পুর্বে যে সালাত আদায় করতে হয় সেই সালাত কে ছালাতুল আঊয়াবিন বলে ! ( মুসলিম মিশকাত হা /১৩১২ মিরআত ৪/৩৫১ তাওহিদ প্রকাশনি )

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

চাশতের নামাজ বা আওয়াবিন নামাজ কত রাকায়াত- এ বিষয়ে হাদিসে দুই, ছয়, আট এবং বারো রাকায়াতের সংখ্যা উল্লেখ করা হয়েছে। তাই চাশতের নামাজ কমপক্ষে দুই রাকায়াত পড়া আবশ্যক। দুই রাকায়াতের বেশি বারো রাকায়াত পর্যন্ত যত ইচ্ছা পড়তে আপত্তি নেই। মেশকাত শরিফে উল্লেখ করা হয়েছে, হজরত আয়েশা সিদ্দিকা (রাযি.) আট রাকায়াত পড়তেন। তিনি বলতেন, 'যদি আমার মা-বাবাও কবর থেকে ওঠে চলে আসেন, তবু আমি এ নামাজ ছাড়ব না।' সহিহ বোখারি ও মুসলিম শরিফে আছে, হজরত উম্মে হানি (রাযি.) বলেছেন, 'রাসুলুল্লাহ (সা.) মক্কা বিজয়ের দিন আমার ঘরে এসে চাশতের আট রাকায়াত নামাজ আদায় করেছেন।'

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ