শেয়ার করুন বন্ধুর সাথে
Limon

Call

সাধারণত হিটিং এর জন্য যে প্রসেস গুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলোতে সরাসরি গরম বস্তুর সংস্পর্শে রেখে অথবা শিখার মাধ্যমে কোন বস্তুকে উত্তপ্ত করা হয়।কিন্তু ইন্ডাকশন হিটিং হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে কোন সংস্পর্শ বা শিখার উপস্থিতি ছাড়াই(without any contact) কোন একটা বস্তুকে উত্তপ্ত করা যায়।

ছবিতে বাইরে যে প্যাচানো তারের কয়েল দেখা যাচ্ছে সেগুলোকে বলা হয় ইন্ডাকশন কয়েল,এগুলো সাধারণত কপারের হয়ে থাকে।এভাবে হিটিং এর প্রক্রিয়াটাকে ট্রান্সফর্মারের কার্যপ্রণালীর সাথে অনেকটাই মেলানো যায়।ট্রান্সফর্মারে প্রাইমারি কয়েল থাকে।তাতে যখন এসি কারেন্ট প্রবাহিত করা হয় তখন তা একটি পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে।এই পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ডের প্রভাব পড়ে সেকেন্ডারি কয়েলের উপর।অর্থাৎ পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ড সেকেন্ডারি কয়েলে পরিবর্তনশীল কারেন্ট তৈরি করে।
এক্ষেত্রে প্যাচানো কপারের তারটাকে প্রাইমারি আর যে বস্তুটাকে গরম করতে হবে তাকে শর্ট সার্কিট করা সেকেন্ডারি ভাবা যায়।যখন সেকেন্ডারির মধ্য দিয়ে কারেন্ট চলবে।এই কারেন্টকে এডি কারেন্ট বলে।সেকেন্ডারির রোধ তাকে বাধা দিবে তাই তাপ উৎপন্ন হবে আর বস্তুটাও গরম হবে।এটাই ইন্ডাকশন হিটিং এর প্রধান কারণ।
তবে এক্ষেত্রে বলে রাখা ভাল যে বাইরের দিক দিয়ে বস্তুটা যত গরম হবে ভেতরে কিন্তু ততটা হবেনা।স্কিন এফেক্ট বলে একটা ঘটনা এর জন্য দায়ী।স্কিন এফেক্টের কারণে সেকেন্ডারিতে যে কারেন্ট তৈরি হয় তা ভেতরের চেয়ে বাইরের দিকে বেশি ফ্লো করে(ইলেকট্রনগুলো বস্তুর সারফেস থেকে শুরু করে কিছুটা ভেতর পর্যন্ত বেশি ছোটাছুটি করে।যতই কেন্দ্রের দিকে যাওয়া যায়,কারেন্ট ডেনসিটিও ততই কমতে থাকে )। এছাড়া হিস্টেরেসিসের কারণেও বস্তু কিছুটা উত্তপ্ত হয়।পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ডটা চায় বস্তুর অণুগুলোকে ফিল্ডের দিক বরাবর alligned করতে।কিন্তু যখনি ম্যাগনেটিক ফিল্ডের দিক পরিবর্তিত হয় কিছু অণু নিজের বর্তমান ওরিয়েন্টেশন পরিবর্তন করে নতুন অবস্থায় যেতে চায়না।অর্থাৎ প্রত্যেকবারই চুম্বক শক্তির কিছুটা অংশ বস্তু নিজের মাঝে ধরে রাখে।প্রাইমারির জন্য এই ধরে রাখাটা একটা লস যাকে হিস্টেরেসিস লস বলে।এই শক্তি তাপে রূপান্তরিত হয়ে বস্তুকে উত্তপ্ত করে(ফেরোম্যাগনেটিক বস্তু হলে হিস্টেরেসিস দেখা যাবে,নাহলে নয়)।
 

 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ