শেয়ার করুন বন্ধুর সাথে
Rocky

Call

শেয়াল কামড়ের মাধ্যমে রেবিস সংক্রমিত হয়ে থাকে।আমাদের এ অঞ্চলে ৯০ শতাংশ ক্ষেত্রে রেবিস কুকুরের কামড়ের মাধ্যমে হয়ে থাকে।এখানে একটি কথা জেনে রাখা প্রয়োজন যে সুস্থ কুকুর বা প্রাণী বা শেয়াল কামড়ালে রেবিস হয় না। রেবিস ভাইরাসে আক্রান্ত কুকুর (পাগলা কুকুর বা পাগলা শেয়াল ) কামড়ালে বা ক্ষত স্থানে চেটে দিলে সে ব্যক্তি রেবিসে আক্রান্ত হন। র্যাাবডো ভাইরাস শরীরে ঢুকলে ১০দিন থেকে এক বছর পরও রোগ লক্ষণ প্রকাশ পেতে পারে। তবে সাধারণত ২০ থেকে ৯০দিনের মধ্যেই জলাতঙ্কের লক্ষণ প্রকাশ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।মস্তিষ্কে রেবিস ভাইরাস যখন ছড়িয়ে পড়ে তখনই রেবিসের লক্ষণগুলো দেখা দিতে থাকে। প্রথম দু-তিন দিনের মধ্যে পা ম্যাজ ম্যাজ করা, মাথা ব্যথা, অবসাদ, বমিভাব, খিদের অভাব, জ্বর ইত্যাদি লক্ষণ দেখা যায়। অনেক ক্ষেত্রে দংশনস্থানে চুলকায়, ব্যথা করে, ঝিন ঝিন করে। এর পরের পর্যায়ে রোগী শব্দ, ঠাণ্ডা বাতাস সহ্য করতে পারে না। রোগী কোনো প্রকার তরল পদার্থ গিলতে পারে না।রোগীর মানসিক অস্থিরতা এবং কখনো কখনো ঝিমিয়ে পড়ার ভাব দেখা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ