AlNahiyan

Call

সালফার:- সালফারের অভাবে পাতা হালকা সবুজ হয় এবং পাতায় লাল ও বেগুনি দাগ দেখা যায়.কচি পাতায় বেশি এবং বয়স্ক পাতায় কম ক্লোরোসি হয়.কান্ডের শীর্ষ মরে যায় এবং dieback রোগের সৃষ্টি হয়.কান্ডের মধ্যপর্ব ছোট হয়,ফলে উদ্ভিদ খর্বাকৃতির হয়. ম্যাগনেসিয়াম:-ম্যাগনেসিয়ামের অভাবে ক্লোরোফিল সংশ্লেষিত হয় না বলে সবুজ রং হালকা হয়ে যায় এবং সালোকসংশ্লেষণের হার কমে যায়.পাতার সরু শিরাসমূহের মধ্যবর্তী স্থানে অধিক হারে ক্লোরোসিস হয়. মাধ্যমিক শ্রেণীর সরকারি পাঠ্যবই থেকে সংগৃহীত

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ